• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

পাটকাঠির কদর বেড়েছে সৈয়দপুরে 

প্রকাশিত: ২০ জুলাই ২০২১  

সৈয়দপুরে এ বছর পাটের আবাদ কম হলেও পাটকাঠির কদর বেড়েছে। উপজেলার সর্বত্র পাটের চেয়ে পাটকাঠির ক্রেতা ও দাম উভয় বেশি। বিভিন্ন হাটবাজারে ও মহল্লায় ভ্রাম্যমাণ বিক্রেতারা একেকটি পাটকাঠির আঁটি ১০-১৫ টাকায় বিক্রি করছেন।

কৃষকরা জানান, পাটের বাজারজাতকরণ ও জাগ দিতে পানি সমস্যা এবং দাম না পাওয়া উপজেলায় পাটের আবাদ কম হচ্ছে।

কৃষক এমাজ উদ্দিন (৪৫) বলেন, ‘প্রতিবার পাট নিয়া হামার ডেন্ডারা, এবছর পাট কাটার পর অনাবৃষ্টির কারণে শুকিয়ে খড়ি হইছে, তারপরও শেষত দেওয়ার (আকাশের) পানি হওয়ায় পাট জাগ দিয়া পাটের রঙ নষ্ট হইছে, কিন্তু জলার (জ্বালানির) জন্য সিন্ডা (পাটকাঠি) পাছি’।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –