• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

ফুলবাড়ীতে ইলিশের সরবরাহ বেড়েছে 

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১  

দিনাজপুরের ফুলবাড়ীতে গত সপ্তাহের তুলনায় মাছ বাজারে বেড়েছে ইলিশ মাছের সরবরাহ। পর্যাপ্ত সরবরাহ হওয়ায় কমেছে মাছের দামও। বড় ইলিশের চেয়ে ছোট ও মাঝারি আকৃতির ইলিশ মাছে ভরা মাছ বাজার।

রোববার (১২ সেপ্টেম্বর) পৌরবাজারের মাছের আড়ৎ ও খুচরা মাছ বাজার ঘুরে জানা যায়, এই সময় সারা দেশেই পর্যাপ্ত ইলিশের সরবরাহ আছে। তাই বাজারে প্রচুর ইলিশ উঠেছে। ছোট আকৃতির ইলিশ মাছ প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা, মাঝারি আকৃতির ইলিশ ৪০০ থেকে ৭৫০ টাকা এবং বড় আকৃতির ইলিশ ৮০০ থেকে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
পৌরবাজারে ইলিশ মাছ কিনতে আসা মাহবুবা রহমান বলেন, ইলিশের দাম কমেছে জানতে পেয়ে বাজারে এসেছি ইলিশ কিনতে। ইলিশে পুরো বাজার ভরা। আশা করছি দাম এমনি স্থিতিশীল থাকবে।

খুচরা ইলিশ বিক্রেতা সমবারু, মালেক ও মজিবর বলেন, ঝাঁকে ঝাঁকে ইলিশধরা পড়ায় বেড়েছে ইলিশের সরবরাহ। আর দামও প্রচুর কমেছে। তাই এখন ইলিশ বেশি বিক্রি হচ্ছে।

পাইকারি ইলিশ মাছ বিক্রেতা মো. জব্বার আলী ও আমিনুল ইসলাম বলেন, বাজারে পর্যাপ্ত ইলিশ মাছ সরবরাহের কারণে কমেছে ইলিশের দাম। বিভিন্ন আকৃতির ইলিশে প্রতি কেজি ১০০ টাকা কমেছে। তবে সরবরাহ কমে গেলে আবারো ইলিশের দাম বাড়তে পারে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –