• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বীরগঞ্জে ‘মা ক্লিনিক’ এর উদ্বোধন 

প্রকাশিত: ২৬ মে ২০২১  

  প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে ‘মা ক্লিনিক’ এর উদ্বোধন করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। গতকাল মঙ্গলবার বিকেলে বীরগঞ্জ পৌরসভার ফেসারী মোড়ে ফিতা কেটে এই ক্লিনিকের উদ্বোধন করেন এমপি গোপাল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, মা ক্লিনিকের পরিচালক মো. দুলাল হোসেন, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।

উদ্বোধনকালে এমপি গোপাল বলেন, প্রত্যন্ত অঞ্চলের জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সুযোগ্য নেতৃত্বে জনগন দোরগোরায় স্বাস্থ্য সেবা পাচ্ছেন। তিনি বলেন, মা ক্লিনিক বীরগঞ্জ উপজেলায় চিকিৎসা ক্ষেত্রে অন্যন্য ভুমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন এমপি গোপাল। এরপর তিনি ক্লিনিকের অপারেশন থিয়েটারসহ বিভিন্ন দিক ঘুরে দেখেন। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –