• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

মানুষের মনের কথা জিন বুঝতে পারে? 

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২১  

প্রত্যেক মানুষের সঙ্গে একটি জিন থাকে, এমনটা অনেকেই বলে থাকেন। এর নাম দেওয়া হয়েছে ‘কারিন জিন’; যে মানুষের ক্ষতি করে। বিষয়টি আসলেই কি তা সত্যি?

‘হ্যাঁ’; কুরআন-সুন্নাহর দিকনির্দেশনা থেকে এ বিষয়টি প্রমাণিত যে, প্রত্যেক মানুষের সঙ্গেই একটি জিন বা শয়তান থাকে। যা মানুষকে গোমরাহী ও পথভ্রষ্টতার দিকে কুমন্ত্রণা দেয়। আর তাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়।

অনেকের প্রশ্ন, জিন কি মানুষের মনের কথা বুঝতে পারে? এ বিষয়ে বিশিষ্ট আলেম শাইখ আহমাদুল্লাহ জানান, জিনরা আমাদের মনের কথা বুঝতে পারে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের কথা জানতে পারেন। আল্লাহ ছাড়া আর কেউ মানুষের মনের কথা জানতে পারে না।

তিনি বলেন, জিনরা হয়তো আমাদের কিছু কিছু অবস্থান দেখতে পারে, যেহেতু তারা বাতাসের সঙ্গে চলতে পারে। কিন্তু তার মানে এই নয় যে, জিনরা আমাদের মনের অবস্থা জানতে পারবে। হজরত মুহাম্মদ (সা.) যেহেতু আমাদের মনের কথা জানেন না, সেহেতু জিন বা ফেরেশতাও আমাদের মনের কথা জানে না। এটা আল্লাহই জানেন একমাত্র।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –