– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –
  • রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণই তাদের নিষেধাজ্ঞা দেবে- প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ রংপুর থেকে অপহৃত কিশোরী শ্রীপুরে উদ্ধার, গ্রেপ্তার তরুণ ঠাকুরগাঁওয়ে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম গালিভ

আলুর তৈরি মোনালিসা, চাইলেই যাবে খাওয়া

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩  

প্রখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবি মোনালিসা আজও সবাইকে বিমোহিত করে। অনেকেই নিজের চেষ্টায় সেই মোনালিসার ছবি আঁকতে চান। এবার তেমনই এক ব্যক্তি চেষ্টা করেছেন মোনালিসাকে তৈরি করার। মজার বিষয় হচ্ছে, চাইলে এই মোনালিসাকে খাওয়াও যাবে। কারণ ব্রাশ আর রঙ দিয়ে নয়, তিনি মোনালিসাকে এঁকেছেন আলু আর লেটুস পাতা দিয়ে।

ব্রাজিলের ঐ ব্যক্তির নাম হুইলসন টোরমেন। তিনি পেশায় একজন প্রফেশনাল আর্টিস্ট। গত মাসে তিনি আলু আর লেটুস পাতা দিয়ে মোনালিসা আঁকেন। এ নিয়ে ইনস্টাগ্রামে ভিডিও প্রকাশ করেছেন তিনি।

বিশেষ ধরনের আলু কিনে এই কাজ শুরু করেন প্রফেশনাল আর্টিস্ট হুইলসন টোরমেন। এরপর তিনি মোনালিসার মুখের ছবি আঁকেন তাতে। বিশেষ রঙ ব্যবহার করে মোনালিসার নাক-মুখ ও চোখ এঁকেছেন তিনি। তবে চুল বানাতে গিয়ে একটু ঝামেলায় পড়তে হয়। সেই ঝামেলাও মিটেছে। তিনি সবুজ ও কালো রঙের লেটুস পাতা দিয়ে বানান চুল ও শরীরের গঠন।

এর আগে শরীরের অবয়ব বানাতে কয়েকটি আলু ব্যবহার করেছেন হুইলসন টোরমেন।

সব মিলিয়ে মোনালিসার ছবির একটি অবয়ব বানান প্রফেশনাল আর্টিস্ট হুইলসন টোরমেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –