আশানুরূপ বৃষ্টি না হওয়ায় বিপাকে দিনাজপুরের কৃষকরা
প্রকাশিত: ৪ আগস্ট ২০২৩

সাধারণত আষাঢ়ের শেষ ভাগ থেকে শুরু করে শ্রাবণের শেষ পর্যন্ত আমন ধান লাগানোর মৌসুম। বেশিরভাগ ক্ষেত্রে আমনের চাষ বৃষ্টি নির্ভর। তবে বিগত কয়েক বছরের ন্যায় এবারও আশানুরূপ বৃষ্টি না হওয়ায় আমন ধান লাগাতে বিপাকে পড়েছেন দিনাজপুরের কৃষকরা। আমন আবাদে জমি প্রস্তুত ও রোপা লাগাতে জেলার কৃষকদের ভরসা এখন সেচ পাম্পের মাধ্যমে তোলা ভূ-গর্ভস্থ পানি। এতে একদিকে আবাদের খরচ বাড়ছে, অন্যদিকে সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ না থাকায় সেচ নিয়েও ভোগান্তিতে পড়েছেন কৃষকরা।
গত কয়েকদিনে জেলার সদর, চিরিরবন্দর, পার্বতীপুর ও খানসামা উপজেলা ঘুরে দেখা যায়, বর্ষার ভরা মৌসুম হলেও চাষ করা জমিতে মাটি সাদা হয়ে ফেটে গেছে। মাটি ফেটে হয়েছে চৌচির। রোপণকৃত চারা রোদের তাপে পুড়ে গেছে। ধান গাছের পাতা হয়েছে লালচে-হলুদ। কেউ কেউ শ্যালো পাম্প দিয়ে পানি তুলে ক্ষেত ভিজিয়ে দিচ্ছেন। কাঙ্ক্ষিত বৃষ্টি না পেয়ে প্রায় পুরোটাই সেচ নির্ভর হয়ে পড়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় এবার ২ লাখ ৬০ হাজার ৮৩১ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে (চালে) ৮ লাখ ১২ হাজার ৩১৭ মেট্রিক টন। এ পর্যন্ত ৬৫ হাজার ৫১২ হেক্টর জমিতে আমন লাগানো সম্পন্ন হয়েছে। যা শতকরা হিসেবে লক্ষ্যমাত্রার প্রায় ২৩ শতাংশ। জেলায় মোট সেচযন্ত্র রয়েছে ৭২ হাজার ৮০৪টি। এর মধ্যে গভীর নলকূপ ৩ হাজার ৫১০টি, অগভীর ৬৮ হাজার ৮৪১টি ও এলএলপি ৪৫৩টি। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ১৭ হাজার ১৪৬টি সেচযন্ত্র চালু হয়েছে। যদিও কৃষকদের দেওয়া তথ্য অনুযায়ী সেচকাজে জেলায় মোট সেচযন্ত্রের অর্ধেকেরও বেশি চালু হয়েছে ।
চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর গ্রামের কৃষক ইমরান সরকার বলেন, আমার নিজের জমি নেই। মানুষের জমি বর্গা নিয়ে ধান আবাদ করি। এবার বৃষ্টি নেই, খুব দুশ্চিন্তায় পড়েছি। মানুষের সেচপাম্প থেকে ঘণ্টায় ১২০ টাকা দরে জমিতে পানি দিচ্ছি। এবার ১০ বিঘা জমিতে সুগন্ধি জাতের আমন ধান লাগাবো। তাহলে বোঝেন এই এতগুলো জমিতে ঘণ্টা ধরা পানি দিয়ে ধান লাগাতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বাড়ছে। সময় মতো যদি পানি না হয় তাহলে এবার ধান উৎপাদন খরচ আরও বাড়বে।
সদর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক রায়হান বাবু বলেন, প্রথম দিকে আকাশের পানিতে ধানের চারা রোপন করেছি দুই বিঘা জমিতে এখন মাটি ফেটে হয়েছে চৌচির। রোপনকৃত চারা রোদ্রতাপে পুড়ে গেছে। ধান গাছের পাতা হয়েছে লালচে-হলুদ। কাঙ্খিত বৃষ্টি না পেয়ে প্রায় পুরোটাই সেচ নির্ভর হতে হচ্ছে। সেচপাম্প দিয়ে পানি দিয়ে পোষায় না তেলের দাম বেশি সাথে সার কিটনাষক ও শ্রমিকের খরচ অনেক বেড়ে গেছ এতে করে আমন ধানের উৎপাদন খরচ আগের তুলনায় দ্বিগুন হচ্ছে।
একই এলাকার কৃষক সুবেত চন্দ্র রায় বলেন, গেল মাসের শেষে ও এই মাসের প্রথমদিকে কিছু বৃষ্টি হয়েছিল। সেই সময় জমিগুলো এক চাষ করে রাখি। তারপর আর বৃষ্টির দেখা নেই। তবে এখনো আমন লাগানোর সময় চলে যায়নি। আগাম আলু ও সরিষা চাষের চিন্তা মাথায় রেখে ধান আগে লাগাতে হয়। এজন্য আাকাশের বৃষ্টির পানির অপেক্ষা না করে সেচ দিয়ে ধান লাগাতে হচ্ছে।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ২০২০ সালের জুন-জুলাইয়ে জেলায় গড় বৃষ্টিপাত ছিল ১ হাজার ২১ মিলিমিটার, ২০২১ এর জুন-জুলাইয়ে ৪৫৫, ২০২২ এর জুন-জুলাইয়ে ৬০১ এবং সর্বশেষ ২০২৩ এর জুন-জুলাইয়ে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫০৮ মিলিমিটার। তবে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান বলেন, আমনের মৌসুম কেবল শুরু হয়েছে। চলবে আগস্ট মাসের শেষ পর্যন্ত। তাছাড়া আমন মৌসুমে জেলায় প্রায় ৪০ শতাংশ সুগন্ধি ধানের আবাদ হয়। যে ধানটা দেরিতেই লাগানো হয়। অনেক কৃষক ধৈর্য হারিয়ে ভূ-গর্ভস্থ পানির ওপরে নির্ভরশীল হয়ে পড়ছেন। গত বছরও একই অবস্থা হয়েছিল। বর্ষা একটু দেরিতেই শুরু হয়েছিল। আশা করি এবারও প্রয়োজনীয় বৃষ্টিপাত হবে। পানির জন্য বাড়তি খরচ রোধে কৃষকদেরকে সচেতন হওয়ার পাশাপাশি ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি।
– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –- দিনাজপুরে বিলুপ্ত পটচিত্র আঁকার প্রশিক্ষণ
- জিয়ার অগ্নি সন্ত্রাসের ভুলষ্ঠিত মানবাধিকার শীর্ষক আলোচনা সভা
- সেবা সক্ষমতা বেড়েছে ফায়ার সার্ভিসের
- তিন বিশ্ববিদ্যালয়কে ১১০০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি
- নতুনরূপে আসছে বঙ্গবন্ধু স্টেডিয়াম
- পেনশন প্রাতিষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে
- মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদন শুরু ডিসেম্বরে
- রুপিতে লেনদেনের অনুমতি পেল আরো ২ ব্যাংক
- আওয়ামী লীগের শান্তি সমাবেশ আজ
- মানবাধিকার রক্ষার নামে যেন রাজনৈতিক চাপ সৃষ্টি না হয়
- ‘নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণই তাদের নিষেধাজ্ঞা দেবে’
- ‘পঁচাত্তরের পর নির্বিচারে হত্যাকারীদের বিচারে কমিশন গঠন করা হবে’
- রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ
- মেঝেতে কাঁদছে পাঁচ মাসের শিশু, বিছানায় পড়ে আছে মায়ের নিথর দেহ
- রোনালদোর জোড়া গোলে আল নাসরের রোমাঞ্চকর জয়
- ডিভোর্সের প্রতিক্রিয়ায় রাজ বললেন, ‘আলহামদুলিল্লাহ’
- বাংলাদেশ থেকে ২০২৪ সালে কতজন হজে যেতে পারবেন, জানাল সরকার
- বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়াতে চায় চেক প্রজাতন্ত্র
- জামায়াত সুযোগ পেলেই আসল চেহারা উন্মোচিত করবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
- মীনা দিবস আজ
- নির্বাচন অবশ্যই নিরপেক্ষ কমিশনের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- শেখ হাসিনার সরকারকে অচল করার ক্ষমতা কারো নেই: পানিসম্পদ উপমন্ত্রী
- সোনার বাংলা বিনির্মাণের পথ প্রশস্ত করেছেন শেখ হাসিনা
- `বন্ধু থেকে শত্রু`, নেপথ্যে কি শুধুই শিখ নেতার হত্যাকাণ্ড?
- বিএনপির আন্দোলনের পালে কোনোদিন হাওয়া লাগেনি: শিক্ষামন্ত্রী
- বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী ভিয়েতনাম
- ভ্রমণ সংক্রান্ত সাহিত্য বিশ্বের চিত্র তুলে ধরে: স্পিকার
- ছয় জেলায় ঝড়ের পূর্বাভাস
- ‘আওয়ামী লীগের নেতৃত্বেই ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে’
- নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত
- নয় লাখ ভূমিহীনকে ঘর ও চাষাবাদের জমি দিয়েছেন প্রধানমন্ত্রী
- ৪০ লাখ টাকা নিয়ে মসজিদের ইমাম উধাও
- শারীরিক আঘাতের অভিযোগে হাবিপ্রবিতে এক শিক্ষার্থী বহিষ্কার
- জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ১০৩৯ একর জমি বিক্রি
- ‘কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হবে’
- দিনাজপুরে রামকৃষ্ণ মিশনের শতবর্ষ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি
- ১১ বছর পর চালু হলো রামসাগর এক্সপ্রেস
- ইউনূসের পক্ষে চিঠি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ
- গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত
- কুড়িগ্রামে বিপৎসীমার ওপরে তিস্তার পানি
- দিনে থাকেন বিলাসবহুল হোটেলে, গভীর রাতে করেন কঙ্কাল চুরি
- ৪ মাস আগে পালিয়ে বিয়ে, শ্বশুরবাড়িতে মিলল কলেজছাত্রীর মরদেহ
- দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান
- শাহরুখের চাওয়ার জবাবে যা বললেন আলিয়া
- বিআরটিসি’র বহরে যুক্ত হচ্ছে ৩৪০ এসি বাস
- গণহত্যার বিচার দাবি ও দেশে ফেরার আকুতি
- সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা ৩ দিন ছুটি
- পূর্ব এশিয়া সম্মেলন: জাকার্তায় যাচ্ছেন রাষ্ট্রপতি
- মূল্যস্ফীতি-অপ্রয়োজনীয় ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে সিআইডি: আইজিপি