• রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২১ ১৪৩১

  • || ০১ রবিউস সানি ১৪৪৬

ইটভাটার দূষিত গ্যাসে কৃষকের ধানক্ষেত নষ্টের অভিযোগ

প্রকাশিত: ১ জুন ২০২৪  

দিনাজপুরের বিভিন্ন স্থানে ইটভাটার বিষাক্ত গ্যাসের কারণে পাশের জমিতে উঠতি ফসলসহ ফল-মুলের ক্ষতি হচ্ছে। ক্ষতির আশংকায় বিপাকে পড়েছে কৃষক। 

বোচাগঞ্জের একটি ইটভাটার কারণে মনিপুর ও মুলদুয়ার গ্রামের কৃষকের জমিতে থাকা উঠতি ফসলে ব্যাপক ক্ষতির অভিযোগ করে ক্ষতিপুরন চেয়ে বোচাগঞ্জ ইউএন বরাবরে অভিযোগ করেছে ভুক্তভোগী কৃষকরা। বিষয়টি তদন্তে কমটি গঠন করেছে কৃষি বিভাগ। 

ক্ষতিগ্রস্থ এলাকার কৃষকরা অবিলম্বে অবৈধ ভাটা বন্ধের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। 

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩ দিন পূর্বে বোচাগঞ্জের আটগাঁও ইউনিয়নের মনিপুর ও মুলদুয়ার গ্রামের প্রায় শতাধিক কৃষকের জমির ধান হঠাৎ করেই ধানের শীষ কালো ও চিটা হয়ে জ্বলে গিয়েছে। কৃষকদের ভাষ্যমতে একটি কোনো রোগ নয়। পার্শ্ববর্তী একটি ইটভাটার দূষিত গ্যাস বের করার কারণে এই ধান ক্ষেতগুলোর ক্ষতি হয়েছে। 

দেখা যায় মনিপুর ও মুলদুয়ার গ্রামের আমান, স্বাধীন, আনিছুর, উত্তমসহ প্রায় ৩০ জন কৃষকের জমির ধান নষ্ট হয়েছে। শীষ বের হওয়ার পর শীষে ধান না থাকায় এই ধান তারা আর কাটতে পারবে না বলে জানিয়েছেন। 
এলাকার কৃষকরা জানায়, গত ৪/৫ দিন পূর্বে মনিপুরের এএসবি ভাটা বন্ধ করা হয়। সেই ভাটা থেকে নির্গত গ্যাস তাদের জমির উপর পড়ায় ধানের ক্ষতি হয়েছে। 

এ ব্যাপারে বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন কুমার সাহা জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আমরা একটি তদন্ত কমিটি করেছি। রবিবার তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –