• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

এবার নিউইয়র্কে মসজিদের মাইকে আজানের অনুমতি

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩  

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মসজিদের বাইরে থেকেও শোনা যাচ্ছে আজান। তিন ওয়াক্তে মাইকে আযান দেয়ার অনুমিত দিয়েছে সিটি কর্তৃপক্ষ।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে জারি করা হয় এ নোটিশ। প্রশাসনের এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে নিউইয়র্কের মুসলিম কমিউনিটি। লাউডস্পিকারে সালাতের ডাক শুনতে পেয়ে আনন্দিত তারা।

যুক্তরাষ্ট্রের মিনেসোটা স্টেটের মিনিয়েপলিস সিটি কাউন্সিলের পর নিউইয়র্ক সিটি হলো দ্বিতীয় সিটি যেখানে মাইকে আজান দেয়ার অনুমতি পাওয়া গেল।

নিউইয়র্ক সিটিতে তৃতীয় বৃহত্তম ধর্মাবলম্বী হচ্ছেন মুসলমানেরা। প্রথম হচ্ছে খ্রিস্টান এবং দ্বিতীয় বৃহত্তম হচ্ছে ইহুদি সম্প্রদায়। এই সিটিতে সাড়ে সাত লাখ মুসলমান বাস করছেন এবং নিউইয়র্ক মেট্রোপলিটন সিটিতে এ সংখ্যা ১৫ লাখের বেশি। বাংলাদেশিদের পরিচালিত ৩৫টিসহ মোট ১৭৫টি মসজিদ রয়েছে সিটির অলি-গালিতে।

উল্লেখ্য, ব্রুকলিনে নূর আল ইসলাম মসজিদে আজান প্রচারিত হতো মাইকে। কয়েক বছর আগে এলাকার ভিন্ন ধর্মাবলম্বীরা সিটি প্রশাসনে আপত্তি জানালে সেই বিধি বাতিল করা হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –