• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক গেলেন রাষ্ট্রপতি রংপুরে আগুনে পুড়লো সুইপার কলোনির ১৫ বসতঘর পঞ্চগড়ে কাঠের সেতুতে বদলে যাচ্ছে হাজারো মানুষের জীবনযাত্রা আশ্রয়ণ প্রকল্প: ঘর পেয়েছেন ৫ লাখ ৫৫ হাজার গৃহহীন মানুষ লালমনিরহাটে জিন তাড়ানোর কথা বলে টাকা আত্মসাৎ, দুই যুবক আটক

এরদোগানকে সমর্থন দিলেন সিনান

প্রকাশিত: ২২ মে ২০২৩  

তুরস্কের জাতীয় নির্বাচনে গত সপ্তাহে অনুষ্ঠিত প্রথম ধাপের ভোটগ্রহণে তৃতীয় স্থান অধিকার করা সিনান ওগান এবার দ্বিতীয় ধাপে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে সমর্থন দিয়েছেন।

সোমবার তুরস্কের আঙ্কারায় এক কনফারেন্সে এরদোগানকে সমর্থনের কথা জানান তিনি।

সিনান ওগান বলেন, তার প্রচারণা তুরস্কের জাতীয়তাবাদ গঠনে রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

দ্বিতীয় ধাপের নির্বাচনে নিজের কর্মী ও সমর্থকদের এরদোগানকে সমর্থনের আহ্বান জানিয়ে সিনান বলেন, এ সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা বিশ্বাস করি, আমাদের সিদ্ধান্ত দেশ ও জাতির জন্য সঠিক।

তুরস্কে দ্বিতীয় ধাপের নির্বাচন আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে যিনি জয়ী হবেন তিনিই আগামী পাঁচ বছরের জন্য তুরস্কের শাসনভার গ্রহণ করবেন।

এবারের নির্বাচন এরদোগানের নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোলু।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –