• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক গেলেন রাষ্ট্রপতি রংপুরে আগুনে পুড়লো সুইপার কলোনির ১৫ বসতঘর পঞ্চগড়ে কাঠের সেতুতে বদলে যাচ্ছে হাজারো মানুষের জীবনযাত্রা আশ্রয়ণ প্রকল্প: ঘর পেয়েছেন ৫ লাখ ৫৫ হাজার গৃহহীন মানুষ লালমনিরহাটে জিন তাড়ানোর কথা বলে টাকা আত্মসাৎ, দুই যুবক আটক

এ বছর মালয়েশিয়ায় ৫ লাখ বাংলাদেশির কর্মসংস্থান হবে: রাষ্ট্রদূত

প্রকাশিত: ৩ মে ২০২৩  

বিদেশি শ্রমিকের ওপর নির্ভরশীল দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম সমৃদ্ধ দেশ মালয়েশিয়া। দেশটির শ্রমবাজারে বাংলাদেশি কর্মী সংখ্যা প্রায় দেড় লাখ ছাড়িয়েছে। এছাড়া প্রতিদিন প্রচুর সংখ্যক শ্রমিক নিয়োগের চাহিদা বাংলাদেশ হাইকমিশনের অনলাইন পোর্টালে জমা হচ্ছে। বর্তমানে দেশটিতে ১৫টি সোর্স কান্ট্রি থেকে শ্রমিক নিয়োগ দেওয়া হলেও বাংলাদেশি শ্রমিকের চাহিদা দেশটিতে সবচেয়ে বেশি। তাই আশা করা যাচ্ছে চলতি বছরের শেষ নাগাদ মালয়েশিয়ায় প্রায় পাঁচ লাখ নতুন বাংলাদেশি কর্মী কর্মসংস্থানের অনুমোদন পাবেন। 

গত শুক্রবার দেশটিতে অবস্থিত সাংবাদিকদের নিয়ে গঠিত বাংলাদেশ হাইকমিশনের ‘মাই মিডিয়া’ হোয়াটসঅ্যাপ গ্রুপে এ তথ্য জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার। ২০২৩ সালের ১৮ মার্চ থেকে নতুন ডিমান্ড অনুমোদন বন্ধের কথা বলা হলেও বাস্তবে বাংলাদেশ হাইকমিশনের অনলাইন পোর্টালে ১৮ মার্চের পর অনুমোদিত ডিমান্ড জমার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ। এখনো প্রতিদিন প্রচুর শ্রমিক নিয়োগের ডিমান্ড হাইকমিশনের অনলাইন পোর্টালে জমা হচ্ছে।

তিনি আরও জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় ৩ লাখ ৮০ হাজার নতুন শ্রমিক নিয়োগের ডিমান্ড দূতাবাসের পোর্টালে জমা হয়েছে। এছাড়া প্রতিদিন নতুন নতুন ডিমান্ড জমা অব্যাহত রয়েছে। এমনকি গত শুক্রবার প্রায় তিন হাজার নতুন শ্রমিকের ডিমান্ড হাইকমিশনের পোর্টালে জমা পড়েছে।

হাইকমিশনার আরও জানিয়েছেন, হাইকমিশন ইতোমধ্যে প্রায় ২ লাখ ৬০ হাজার শ্রমিক নিয়োগের ডিমান্ড সত্যায়িত করেছে। যার মধ্যে প্রায় ১ লাখ ৫০ হাজার নতুন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় অবস্থান করছেন। এ ছাড়া হাইকমিশনে ডিমান্ড সত্যায়ন প্রক্রিয়া কিছুটা ধীর গতির হলেও বর্তমানে সত্যায়ন কার্যক্রম যথাসম্ভব দ্রুততার সঙ্গে চলছে।

উল্লেখ্য, ২০২১ সালের ১৯ ডিসেম্বর সমঝোতা স্মারক সই হওয়ার পর গত বছরের ৮ আগস্ট থেকে কর্মী যাওয়া শুরু হয় মালয়েশিয়ায়। সেই থেকে নিয়মিত কর্মী যাচ্ছে দেশটিতে। শুরুতে ২৫টি রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠানোর অনুমোদন পেলেও এরপর আরও দুই দফায় ৭৫ এজেন্সিকে অনুমোদন দেয় মালয়েশিয়া সরকার। সব মিলিয়ে এখন ১০০ রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাচ্ছে দেশটিতে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –