• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

‘কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হবে’

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩  

আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিশন গঠন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের কুশীলবদের চিহ্নিত করা হবে। এতে ভবিষ্যৎ প্রজন্ম ষড়যন্ত্রকারীদের সম্পর্কে জানতে পারবে।

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে কমিশন গঠনের খসড়া প্রস্তুত করা হয়েছে। দ্রুত তা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত। এ কারণেই তিনি ক্ষমতায় থাকাকালে বিচারের উদ্যোগ নেননি, বরং ইনডেমনিটি অধ্যাদেশ দিয়ে হত্যাকারীদের বিচার বন্ধ করেছেন।

আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, কিন্তু পেছনের ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়নি। বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় ২১ বছর বিলম্বের কারণে সব খুনিকে এনে ফাঁসি দেওয়া কষ্টের কাজ।

তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ ১৯ বার বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। বঙ্গবন্ধু পরিবারের কেউ যেন রাষ্ট্র পরিচালনা করতে না পারে সেজন্য এখনো ষড়যন্ত্র চলছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –