– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –
  • রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণই তাদের নিষেধাজ্ঞা দেবে- প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ রংপুর থেকে অপহৃত কিশোরী শ্রীপুরে উদ্ধার, গ্রেপ্তার তরুণ ঠাকুরগাঁওয়ে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম গালিভ

কাহারোলে ইয়াসমিন ধর্ষণ ও হত্যা দিবস উপলক্ষে মানববন্ধন

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩  

 
দিনাজপুর জেলার কাহারোল উপজেলাধীন দশমাইল মোড়ে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে পুলিশ কর্তৃক ইয়াসমিন ধর্ষণ ও হত্যা দিবস উপলক্ষে দেশব্যাপী সকল ধর্ষণ হত্যা ও নির্যাতনকারীদের প্রতিহত এবং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন- মিনতী ঘোষ, সহ সভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখা।

এছাড়াও মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- রুবিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখা। শ্রী গৌরি চক্রবর্তী, আন্দোলন সম্পাদক, বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখা। রুবি আফরোজ, প্রশিক্ষণ সম্পাদক, বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখা। অনামিকা পান্ডে, সদস্য, বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখা।রেহেনা বেগম, সদস্য, বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখা, প্রমূখ।

মানববন্ধনে উপস্থিত বক্তাগণ বলেন কিশোরী ইয়াসমিনকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের বিচার হয়েছে, ফাঁসির রায় কার্যকরও হয়েছে। তবে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আন্দোলন, তা পূরণ হয়নি। আশা ছিল আন্দোলনের মধ্য দিয়ে দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটবে না। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। আমরা নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করছি, কিন্তু নারী নির্যাতন প্রতিরোধ করতে পারছি না। নারীর প্রতি সহিংসতা, নির্যাতন বন্ধে প্রয়োজন দৃষ্টিভঙ্গি বদলানো। আর বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সরকারের প্রতি জোর  আহ্বান জানান।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –