• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক গেলেন রাষ্ট্রপতি রংপুরে আগুনে পুড়লো সুইপার কলোনির ১৫ বসতঘর পঞ্চগড়ে কাঠের সেতুতে বদলে যাচ্ছে হাজারো মানুষের জীবনযাত্রা আশ্রয়ণ প্রকল্প: ঘর পেয়েছেন ৫ লাখ ৫৫ হাজার গৃহহীন মানুষ লালমনিরহাটে জিন তাড়ানোর কথা বলে টাকা আত্মসাৎ, দুই যুবক আটক

কাহারোলে কুকুরের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২২  

কাহারোলে কুকুরের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত                
দিনাজপুরের কাহারোলে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে একটি মোটরসাইকেল সড়কে ছিটকে পড়ে। এতে আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে কাহারোল উপজেলার পূর্ব মল্লিকপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাওয়ালদাপাড়া চাল মার্কেট এলাকার শামসাদের ছেলে শাহীন হোসেন এবং শহরের সৈয়দপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সাহেবপাড়া এলাকার মজনু হোসেনের ছেলে শহীদ হোসেন।

জানা যায়, মোটরসাইকেল যোগে শহিদ এবং শাহিন ব্যবসায়িক কাজে সৈয়দপুর থেকে বীরগঞ্জ যাচ্ছিলেন। কাহারোল উপজেলার পূর্ব মল্লিকপুর কলেজের সামনে পৌঁছালে দশমাইল-পঞ্চগড় হাইওয়ে রোডে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।  

দশমাইল হাইওয়ে থানার ওসি মো. রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –