– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –
  • রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণই তাদের নিষেধাজ্ঞা দেবে- প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ রংপুর থেকে অপহৃত কিশোরী শ্রীপুরে উদ্ধার, গ্রেপ্তার তরুণ ঠাকুরগাঁওয়ে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম গালিভ

কাহা‌রোলে ঢেপা নদীতে গোসলে নেমে ২ কিশোর নিখোঁজ

প্রকাশিত: ২ জুলাই ২০২৩  

 
দিনাজপুরের ঢেপা নদীতে গোসল করতে নেমে দুই কি‌শোর নিখোঁজ হয়ে‌ছে। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার দুপুরে কাহা‌রোল উপ‌জেলার কান্তজী ম‌ন্দিরের পাশ দি‌য়ে ব‌য়ে যাওয়া ঢেপা নদী‌তে তারা গোস‌লে না‌মে।

নিখোঁজরা হলো বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর গ্রামের হাফেজ ইব্রাহীম (১৫) ও কাহারোল উপজেলার দীপনগর গ্রামের মিম (১৬)।

স্থানীয়রা জানান, ঢেপা নদী‌তে একই স‌ঙ্গে মোট ছয় থে‌কে সাতজন কিশোর গোসল করতে নামে। এ সময় নদীর স্রোতে ইব্রাহীম ও মিম তলিয়ে যায়। তাদের তলিয়ে যেতে দেখে অন্যরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন নদীতে উদ্ধার শুরু ক‌রে। খবর পেয়ে কাহারোল উপজেলা ফায়ার সার্ভিস এবং রংপুর থে‌কে ডুবুরি এক‌টি দল এসে তা‌দের উদ্ধার অভিযান চালায়।

কাহা‌রোল থানার ওসি ফারুকুল ইসলাম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, রংপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে নিখোঁজদের সন্ধানে নদীতে অভিযান শুরু করেছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –