• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

কুড়িগ্রামে বিপৎসীমার ওপরে তিস্তার পানি

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩  

টানা বর্ষণ এবং উজানের ঢলে কুড়িগ্রামের নদ- নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। এরমধ্যে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কাউনিয়া পয়েন্টে তিস্তা সেতু সংলগ্ন এলাকায় নদীর পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড। নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় নদী অববাহিকার চরাঞ্চলসহ নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

রাজারহাটে তিস্তার চরাঞ্চলের মানুষরা নতুন করে বন্যা আতঙ্কে রয়েছেন। রাজারহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম তিস্তা নদীর পানি বৃদ্ধিতে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। তিনি এ সময় অর্ধশতাধিক পরিবারের মাঝে শুকনা খাবার হিসেবে চিড়া-মুড়ি, গুড় বিতরণ করেন।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শনিবার দুপুর ১২টায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে কাউনিয়া পয়েন্ট বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী অববাহিকার নিম্নাঞ্চল ও চরাঞ্চলগুলোতে বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে।

এ ব্যাপারে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, কয়েক দিনের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। এরমধ্যে তিস্তার পানি আবারো বিপৎসীমা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –