• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক গেলেন রাষ্ট্রপতি রংপুরে আগুনে পুড়লো সুইপার কলোনির ১৫ বসতঘর পঞ্চগড়ে কাঠের সেতুতে বদলে যাচ্ছে হাজারো মানুষের জীবনযাত্রা আশ্রয়ণ প্রকল্প: ঘর পেয়েছেন ৫ লাখ ৫৫ হাজার গৃহহীন মানুষ লালমনিরহাটে জিন তাড়ানোর কথা বলে টাকা আত্মসাৎ, দুই যুবক আটক

কয়েলের আগুনে পুড়লো গবাদি পশুসহ ঘর     

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩  

 
দিনাজপুরের খানসামায় মশা তাড়ানোর কয়েলের আগুনে পুড়ে ছাঁই ৩টি ঘরসহ ৮টি গবাদি পশু ও ২০টি হাঁস-মুরগি। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পশ্চিম হাসিমপুর গ্রামের সর্দারপাড়ায় পুলিশের এস আই মামুনের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। 

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত রাতে মামুনের বাড়ির অন্যান্য সদস্যরা নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে ওইবাড়ির জনৈক সদস্য গোয়ালঘরে আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে। এরই মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। নিমিষেই আগুনে গোয়ালঘর, খড়িঘরসহ ৩টি ঘর, ৩টি গরু, ৫টি ছাগল ও ২০টি হাঁস-মুরগি পুড়ে ছাঁই হয়ে যায়। এতে কমপক্ষে ৪-৫ লাখ টাকার ক্ষতির দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।

গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মশা তাড়ানোর কয়েলের আগুনে এই অনাকাঙ্খিত ঘটনাটি ঘটেছে বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –