• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

খানসামায় ৯ দোকানদারকে জরিমানা

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩  

 
ট্রেড লাইসেন্স হালনাগাদ না করা, রাস্তা দখল করে ব্যবসা করাসহ বিভিন্ন অপরাধে দিনাজপুরের খানসামার পাকেরহাটে অভিযান পরিচালনা করে ৯ দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার দিবাগত সন্ধ্যার পর খানসামা উপজেলার পাকেরহাটে ট্রেড লাইসেন্স হালনাগাদ না করা এবং ভোক্তা অধিকার আইনে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজ উদ্দিন।
 
এ বিষয়ে খানসামা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজ উদ্দিন জানান, ট্রেড লাইসেন্স হালনাগাদ না করাসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ৯ দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে এ ধরনের অভিযান কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। তাই সকল ব্যবসা প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্স হালনাগাদ করার অনুরোধ জানান তিনি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –