• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

খেলতে গিয়ে আদিবাসী শিশুর করুণ মৃত্যু

প্রকাশিত: ৪ জুন ২০২৪  

দিনাজপুরের পার্বতীপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে মারকোসী মার্ডী (৩) নামে এক আদিবাসী শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুন) বিকেলে উপজেলার চন্ডিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত মারকোসী ওই ইউনিয়নের বারকোনা আদিবাসী পল্লীর রোমেন সরেনের ছেলে। 

জানা গেছে, বিকেলে বাড়ির উঠানে দরজার কাছে খেলছিল শিশু মারকোসী। এ সময় বাড়ির কাজ করছিলেন তার মা। খেলার একপর্যায়ে বাড়ি থেকে বের হয়ে পাশের ডোবার পানিতে পড়ে নিখোঁজ হয় মারকোসী। কাজ শেষে তার মাসহ পরিবারের অন্য সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। একপর্যায়ে সন্ধ্যার আগ মুহূর্তে বাড়ির পাশের ডোবা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আদিবাসী পল্লীতে শোকের ছায়া নেমে আসে।

পানিতে ডুবে শিশু মারকোসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ওসি চিত্ত রঞ্জন রায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –