• রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২১ ১৪৩১

  • || ০১ রবিউস সানি ১৪৪৬

খেলতে গিয়ে পানিতে ডুবলো ৩ শিশু, অতঃপর...

প্রকাশিত: ১৯ জুন ২০২৪  

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় খেলতে গিয়ে পুকুরে তিন শিশু ডুবে গেছে। এদের মধ্যে আব্দুর রহমান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অপর দুই শিশুর অবস্থাও আশঙ্কাজনক।

বুধবার (১৯ জুন) সকালে উপজেলার ২ নম্বর পালশা ইউনিয়নের বেলওয়াগ্রামে এ ঘটনা ঘটে। মৃত আব্দুর রহমান বেলওয়া-নয়নদীঘি গ্রামের সোহান মিয়ার ছেলে।

অন্য দুই শিশু হলো- ঘোড়াঘাটের শালগ্রামের হোসেন আলীর ছেলে জিহাদ (৭) ও গাইবান্ধার সাদুল্ল্যাহপুর উপজেলার আব্দুল মমিন মিয়ার ছেলে ছোবাহান (৭)। শিশু সোবাহান তার নানি বাড়িতে এসেছিল।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল শিশুরা। খেলার একপর্যায়ে ওই তিন শিশু পুকুরে পড়ে যায়। এর মধ্যে এক শিশুর চিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। পরে লোকজন ছুটে এসে পুকুর থেকে শিশু জিহাদ ও সোবাহানকে উদ্ধার করা হয়। এ সময় শিশু রহমান নিখোঁজ ছিল। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকেও উদ্ধার করা হয়। পরে তিন শিশুকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমানকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. প্রিয়াঙ্ক কুন্ডু বলেন, সকালে তিন শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। আমরা একজনকে মৃত অবস্থায় পেয়েছি। বাকি দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে দুজনকেই রংপুরে স্থানান্তর করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) দেবব্রত রায় বলেন, পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –