• রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২১ ১৪৩১

  • || ০১ রবিউস সানি ১৪৪৬

ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ ভাই নিহত 

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৩  

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার সিংড়া ইউনিয়নের বিরামহীনপুর-গুচ্ছগ্রাম এলাকার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঘোড়াঘাট উপজেলার হঠাৎপাড়া গ্রামের আফতাব মিয়ার ছেলে আশরাফুল ইসলাম এবং গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গণকপাড়া গ্রামের মহির মণ্ডলের ছেলে খালেদুল ইসলাম। তারা সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে রাণীগঞ্জ বাজার থেকে একটি মোটরসাইকেলে দুই যুবক ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি গুচ্ছগ্রাম এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই ভাই রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে দুপুর ২টার দিকে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান জানান, ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –