• রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২১ ১৪৩১

  • || ০১ রবিউস সানি ১৪৪৬

ঘোড়াঘাটে নদীর পাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৩ জুন ২০২৪  

দিনাজপুরের ঘোড়াঘাটের করতোয়া নদীর পাড় থেকে শাহিনুর ইসলাম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ জুন) সকালে পৌরসভার ৬নং ওয়ার্ডের ইটভাটা এলাকার করতোয়া নদীর পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহিনুর পৌরসভার চকবামুনিয়া-বিশ্বনাথপুর গ্রামের নওশা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শনিবার (২২ জুন) বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হয় শাহিনুর। এরপর রাতে আর বাড়িতে ফেরেনি। এর আগে তার পকেট থেকে মাদকদ্রব্য উদ্ধার করে তার বড় ভাই। এ নিয়ে স্ত্রীর সাথে কথা-কাটাকাটি হয় তার। রাতে বাড়িতে না ফিরলে অনেক খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, ঘটনাস্থলে নিহত শাহিনুর বমি এবং মূত্রত্যাগ করেছিলেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত পরিমাণে মাদক সেবনের কারণে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –