– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –
  • রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণই তাদের নিষেধাজ্ঞা দেবে- প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ রংপুর থেকে অপহৃত কিশোরী শ্রীপুরে উদ্ধার, গ্রেপ্তার তরুণ ঠাকুরগাঁওয়ে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম গালিভ

ঘোড়াঘাটে বিদ্যুৎস্পৃষ্টে খামারির মৃত্যু

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩  

 
মুরগির খামারে বিড়ালের উৎপাত ঠেকাতে নিজের পাতানো ফাঁদে পড়ে বিদ্যুতায়িত হয়ে সালমান ফারসি নামে এক খামারির মৃত্যু হয়েছে। আজ সকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার চৌরিগাছা গ্রামে নিজ বাড়িতে এ মৃত্যুর ঘটনা ঘটে। সালমান ফারসি (২২) ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউপির চৌরিগাছা গ্রামের গোলাম মোস্তাফার ছেলে।

স্থানীয়রাসহ সংশ্লিষ্ট ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য নারগিস আকতার জানান, সালমান ফারসি পড়াশুনার পাশাপাশি প্রায় ৭-৮ বছর থেকে নিজ বাড়ি সংলগ্ন একটি মুরগির খামার করেন। বাঁশের বেড়ার তৈরি খামারে বিড়ালের উৎপাত থেকে রক্ষার জন্য খামারের চারদিকে উম্মুক্ত তারে প্রতিদিন বিদ্যুতের সংযোগ দিয়ে রেখে সকালে সংযোগ বিচ্ছিন্ন করে দিতো। প্রতিদিনের ন্যায় শনিবার রাতেও তিনি তারে বিদ্যুতের সংযোগ দিয়ে ঘুমিয়ে পড়েন। পরে সকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে খামারে খাবার দিয়ে ফেরার পথে পা পিছলে সংযোগরত তারে তার ডান হাত জড়িয়ে যায়। কিছুক্ষণ পরে তার মা রান্নার চুলায় আগুন ধরানোর জন্য দিয়াশলাই নিতে খামারে গেলে খামারের বাহিরে বিদ্যুতায়িত তারে জড়িয়ে তার ছেলেকে পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, পরিবারের লোকজনের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিত সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –