– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –
  • রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণই তাদের নিষেধাজ্ঞা দেবে- প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ রংপুর থেকে অপহৃত কিশোরী শ্রীপুরে উদ্ধার, গ্রেপ্তার তরুণ ঠাকুরগাঁওয়ে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম গালিভ

ঘোড়াঘাটে সরকারি বিভিন্ন কর্মসূচির ৯৫ বস্তা চাল জব্দ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

দিনাজপুরের ঘোড়াঘাটে এক চাল ব্যবসায়ীর বাড়ি থেকে সরকারের বিভিন্ন কর্মসূচির ৯৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। রবিবার দিবাগত রাত ৮টার দিকে ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দামোদরপুর এলাকার মঞ্জুরুল ইসলাম মঞ্জু মিয়ার বাড়ি থেকে এ চাল জব্দ করে উপজেলা প্রশাসন। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

স্থানীয়রা ও উপজেলা প্রশাসন জানায়, এ কর্মসূচির উপকারভোগীরা চাল পেয়ে স্থানীয খুচরা ব্যবসায়ীদের নিকট ৩৫-৩৬ টাকা কেজি দরে বিক্রি করে মজুত করে রাখেন। খবর পেয়ে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ও ঘোড়াঘাট থানার ওসি কর্মকর্তা আসাদুজ্জামান আসাদকে সঙ্গে নিয়ে চাল ব্যবসায়ী মঞ্জু মিয়ার বাড়িতে অভিযান চালান। এসময় তার বাড়ির বারান্দায় রাখা খাদ্য অধিদপ্তরের সিল সংবলিত ৯৫ বস্তা চাল জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে ৯৫ বস্তায় মোট ২ হাজার ৮৫০ কেজি চাল জব্দ করে থানায় নেয়া হয়েছে। 

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে এক চাল ব্যবসায়ীর বাড়ি থেকে খাদ্য বিভাগের ৯৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। জব্দকৃত চাল থানায় রাখা হয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –