• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক গেলেন রাষ্ট্রপতি রংপুরে আগুনে পুড়লো সুইপার কলোনির ১৫ বসতঘর পঞ্চগড়ে কাঠের সেতুতে বদলে যাচ্ছে হাজারো মানুষের জীবনযাত্রা আশ্রয়ণ প্রকল্প: ঘর পেয়েছেন ৫ লাখ ৫৫ হাজার গৃহহীন মানুষ লালমনিরহাটে জিন তাড়ানোর কথা বলে টাকা আত্মসাৎ, দুই যুবক আটক

চিরিরবন্দরে বিয়েবাড়িতে গিয়ে লাশ হলো শিশু 

প্রকাশিত: ১২ মে ২০২৩  

দিনাজপুরের চিরিরবন্দরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে অরণ্য সিংহ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ৬ নম্বর অমরপুর ইউনিয়নের আদিবাসীপাড়ার কাঁকড়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অরণ্য সিংহ সদর উপজেলার বীরেন্দ্র সিংহের ছেলে।

পরিবার সূত্র জানায়, শিশু অরণ্য সিংহ তার বাবা-মায়ের সঙ্গে চাচাতো ভাইয়ের বিয়েতে যায়। বৃহস্পতিবার (১১ মে) রাতে বিয়ে সম্পন্ন হয়। শুক্রবার দুপুরে কয়েকজন শিশু মিলে কাঁকড়া নদীতে গোসল করতে নামে। এসময় অরণ্য সিংহ নদীর পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য শিশুরা বিষয়টি পরিবারকে জানায়। পরে স্থানীয়রা নদী থেকে শিশু অরণ্যকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকলে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –