• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

ঢামেকে আন্দোলনরত চিকিৎসকদের বৈঠকে স্বাস্থ্য উপদেষ্টা

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৪  

ঢাকা মেডিকেল কলেজে (ঢামেকে) হামলার প্রতিবাদে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঘোষণার পর আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেছিলেন সমন্বয়করা। এরপর সেখানে অংশ নেন স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুর ৪টার দিকে ঢামেক সভাকক্ষে আলোচনায় উপস্থিত হন তিনি।

এসময় স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে উপস্থিত হন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা, ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান, ঢামেক চিকিৎসকরাসহ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কর্মকর্তারা।

এর আগে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –