– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –
  • রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণই তাদের নিষেধাজ্ঞা দেবে- প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ রংপুর থেকে অপহৃত কিশোরী শ্রীপুরে উদ্ধার, গ্রেপ্তার তরুণ ঠাকুরগাঁওয়ে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম গালিভ

দিনাজপুরের আইডিয়াল স্কুলে শতভাগ জিপিএ-৫

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৩  

 
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আইডিয়াল রেসিডেনসিয়াল মডেল স্কুলের সকল পরীক্ষার্থী জি‌পিএ-৫ পেয়েছেন। এবার ১৭৭ জন্য শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

এর আগে শুক্রবার (২৮ জুলাই) সকালে এসএস‌সি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। স্কুলের এরকম ধারাবা‌হিক ফলাফলে আনন্দিত শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়রা।

আইডিয়াল রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও চিরিরবন্দর টেকনিক্যাল অ্যান্ড বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষার্থীদের কঠোর অনুশীলনের কারণে এই অবিস্মরণীয় ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও কমেছে পাসের হার ও জিপিএ-৫। চলতি বছর দিনাজপুর বোর্ডে পাস করেছেন ৭৬ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী। ২০২২ সালে এই হার ছিল ৮১ দশমিক ১৬ শতাংশ। আর চলতি বছর জিপিএ-৫ পেয়েছেন ১৭ হাজার ৪১০ জন। গত বছর পেয়েছিলেন ২৫ হাজার ৫৮৬ জন। এ বছর দিনাজপুর বোর্ডের অধীনে আটটি জেলার দুই হাজার ৭০৪টি বিদ্যালয়ের মোট দুই লাখ দুই হাজার ৪৬২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন এক লাখ ৫৩ হাজার ৩৪৯ জন।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –