– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –
  • রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণই তাদের নিষেধাজ্ঞা দেবে- প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ রংপুর থেকে অপহৃত কিশোরী শ্রীপুরে উদ্ধার, গ্রেপ্তার তরুণ ঠাকুরগাঁওয়ে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম গালিভ

দিনাজপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩  

 
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । রবিবার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মো: মোখলেছুর রহমান,উপ-পরিচালক, স্থানীয় সরকার দিনাজপুরের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

এরআগে আলোচনা সভা স্থানীয় সরকার দিবস-২০২৩ এর শুভ উদ্বোধন করেন,শাকিল আহমেদ, জেলা প্রশাসক দিনাজপুর। এছাড়া বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব শাকিল আহমেদ,জেলা প্রশাসক।
 
এছাড়া উল্লেখযোগ্য ব্যক্তির মধ্যে উপস্থিত ছিলেন, জনাব ডা:এ এইচ এম বোরহান উল ইসলাম, সিভিল সার্জন, দিনাজপুর। জনাব আলতাফুজ্জামান মিতা, সাধারণ সম্পাদক,জেলা আওয়ামী লীগ। জনাব এমদাদ সরকার, সদর উপজেলা  পরিষদ চেয়ারম্যান ও সভাপতি, সদর উপজেলা  আওয়ামী লীগ), জনাব মোঃ রমিজ আলম, নির্বাহী কর্মকর্তা,সদর উপজেলা। জনাব  মোকসেদুল ইসলাম রানা, চেয়ারম্যান, ০৫ ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট দপ্তরের জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।

একইরকম কর্মসূচি জেলাধীন অন্যান্য উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি  জেলা প্রশাসক জনাব শাকিল আহমেদ তার বক্তব্যে বলেন,  'সেবা ও উন্নতির দক্ষ রূপকার,উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই স্লোগান কে হৃদয়ে ধারণ করে জন প্রতিনিধিদের কাজ করে যেতে হবে।
মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে জনপ্রতিনিধিদের সোচ্চার হওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করার পাশাপাশি তৃণমূলের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করে এবং তা ধরে রেখে জনপ্রতিনিধিদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –