• রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২১ ১৪৩১

  • || ০১ রবিউস সানি ১৪৪৬

দিনাজপুরে ট্রাকচাপায় অটোচালকসহ নিহত ২

প্রকাশিত: ১৪ জুন ২০২৪  

 
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার আরো দুই যাত্রী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার আলদিপুর ইউনিয়নের বারাইহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশার চালক নজরুল ইসলাম (৪৮) ও যাত্রী জাহানারা বেগম (৫০)।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি মো. মোস্তাফিজার রহমান।

জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশাটি ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বারাইহাট এলাকায় সড়কের একটি মোড় অতিক্রম করছিল। এ সময় একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আটোরিকশার চালক ও এক যাত্রী। এ সময় আহত হন অটোরিকশার আরো দুই যাত্রী। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।

ফুলবাড়ী থানার ওসি মো. মোস্তাফিজার রহমান বলেন, মরদেহ উদ্ধার ও ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –