• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক গেলেন রাষ্ট্রপতি রংপুরে আগুনে পুড়লো সুইপার কলোনির ১৫ বসতঘর পঞ্চগড়ে কাঠের সেতুতে বদলে যাচ্ছে হাজারো মানুষের জীবনযাত্রা আশ্রয়ণ প্রকল্প: ঘর পেয়েছেন ৫ লাখ ৫৫ হাজার গৃহহীন মানুষ লালমনিরহাটে জিন তাড়ানোর কথা বলে টাকা আত্মসাৎ, দুই যুবক আটক

দিনাজপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি

প্রকাশিত: ২২ মে ২০২৩  

 
“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে ভূমি সেবা সপ্তাহ পালন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও সদর উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ভূমি সপ্তাহের র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। 

এর আগে সদর উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে ভূমি সপ্তাহ উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনিচুর রহমান। পরে একই স্থানে স্থাপিত স্টল পরিদর্শন করেন তিনি।

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনিচুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মোঃ জিন্নাহ আল মামুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদ সরকার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে আসা জমির কয়েকজন মালিক তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –