– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –
  • রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণই তাদের নিষেধাজ্ঞা দেবে- প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ রংপুর থেকে অপহৃত কিশোরী শ্রীপুরে উদ্ধার, গ্রেপ্তার তরুণ ঠাকুরগাঁওয়ে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম গালিভ

দিনাজপুরে রামকৃষ্ণ মিশনের শতবর্ষ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৩  

দিনাজপুরে রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে  আলোচনা সভা ও র‍্যালি সমাবেশ অনুষ্ঠিত হয়। দিনাজপুর শহরস্থ রামকৃষ্ণ আশ্রম চত্বরে বৃহস্পতিবার বেলা ১১ থেকে দুপুর ১টা পর্যন্ত এসব কর্মসুচি অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণ মিশনের সম্মুখ হতে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পুনরায় আরম্ভ স্থলে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুহিতানন্দজী মহারাজ, সহ সংঘাধ্যক্ষ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ, ভারত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব এম ইনায়েতুর রহিম, মাননীয় বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ছিলেন- শ্রী বিশ্বজিৎ দেবনাথ, মাননীয় বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা।
খ। জনাব শাকিল আহমেদ, জেলা প্রশাসক, দিনাজপুর। মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), দিনাজপুর। স্বামী বিভাত্মানন্দ মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, দিনাজপুর। শ্রীমৎ স্বামী বোধসারানন্দজী মহারাজ, সহ সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ, ভারত। শ্রীমৎ ধ্রুবেশানন্দজী মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ কুটীর, আলমোড়া, ভারত। রাশেদ পারভেজ, সভাপতি, যুবলীগ, দিনাজপুর জেলা শাখা প্রমুখ।

আলোচনা সভায় উপস্থিত বক্তাগণ রামকৃষ্ণ মিশন ও আশ্রমের প্রতিষ্ঠার গুরুত্ব এবং মানব সেবায় মিশনের অবদান তুলে ধরেন। সেইসাথে শ্রীকৃষ্ণের আদর্শ ধারণ করে মানব সেবায় নিজেকে নিয়োজিত করার আহ্বান জানান।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –