– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –
  • রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণই তাদের নিষেধাজ্ঞা দেবে- প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ রংপুর থেকে অপহৃত কিশোরী শ্রীপুরে উদ্ধার, গ্রেপ্তার তরুণ ঠাকুরগাঁওয়ে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম গালিভ

নবাবগঞ্জে প্রতারণা অভিযোগে স্বামী-স্ত্রী আটক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩  

দিনাজপুরের নবাবগঞ্জে সমাজসেবা অফিসের কর্মচারী পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

অভিযুক্তরা হলেন, উপজেলার শাল্টিমুরাদপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে হাবিবুর রহমান (৩৪) ও তার স্ত্রী নাহিদা আফরোজ (২৫)। 

অভিযুক্তরা উপজেলার বিভিন্ন গ্রামে নিজেদের সমাজসেবা অফিসের কর্মচারী পরিচয় দিয়ে প্রতিবন্ধী কার্ড, বয়স্ক-বিধবা ভাতা, গর্ভবতী ও মাতৃত্ব কালীন ভাতা, টিসিবি কার্ড করিয়ে দেওয়ার কথা বলে গ্রামের সহজ সরল লোকজনের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে জানা গেছে।

এ ঘটনায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঐ দুই অভিযুক্তদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেছেন।

নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম বলেন, গত রবিবার সন্ধ্যায় প্রতারক স্বামী-স্ত্রী  উপজেলার দাউদপুর এলাকায় হাসিনা বেগম নামক এক নারীর কাছ থেকে ভাতা করিয়ে দেওয়ার কথা বলে ৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তারা প্রতারণা কথা স্বীকার করে। পরে স্থানীয়রা ইউপি চেয়ারম্যানের থানায় সংবাদ দিলে থানা পুলিশ তাদেরকে আটক করে। এ ঘটনায় সোমবার থানায় একটি প্রতারণার মামলা হয়েছে এবং প্রতারকদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।  

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী বলেন, সর্তকতামূলক প্রচারণা করার পরেও ঐ অভিযুক্তরা দীর্ঘদিন ধরে কৌশলে নিজেদের পরিচয় গোপন করে সমাজসেবা অফিসের কর্মচারীর ভুয়া পরিচয় দিয়ে প্রতিবন্ধী কার্ড, বয়স্ক- বিধবা ভাতা, গর্ভবতী ও মাতৃত্ব কালীন ভাতা, টিসিবি কার্ড করিয়ে দেয়ার কথা বলে গ্রামের সহজ সরল লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে আসছিল। এ বিষয়ে তিনি বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেছেন। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –