• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক গেলেন রাষ্ট্রপতি রংপুরে আগুনে পুড়লো সুইপার কলোনির ১৫ বসতঘর পঞ্চগড়ে কাঠের সেতুতে বদলে যাচ্ছে হাজারো মানুষের জীবনযাত্রা আশ্রয়ণ প্রকল্প: ঘর পেয়েছেন ৫ লাখ ৫৫ হাজার গৃহহীন মানুষ লালমনিরহাটে জিন তাড়ানোর কথা বলে টাকা আত্মসাৎ, দুই যুবক আটক

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১  

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩  

 
দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে আবু তাহের নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দুপুরে ফুলবাড়ি-মিঠাপুকুর আঞ্চলিক মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের ভাগলপুর বাজারের পশ্চিম পার্শ্বে ঘটনাটি ঘটেছে।

নিহত আবু তাহের (৬০) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার জানিপুর গ্রামের মৃত তফিল উদ্দীনের ছেলে। 

পুলিশ জানায়, শনিবার দুপুরে মিঠাপুকুর-ফুলবাড়ী সড়কের নবাবগঞ্জের ভাগলপুর বাজারের পশ্চিম পার্শ্বে রংপুর থেকে বিরামপুরগামী আসবাবপত্র বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা দেয়। এতে ট্রাকের আরোহী ওই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও ট্রাকের চালক ও সহকারীসহ ৭ জন আহত হয়। পরে আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –