– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –
  • রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণই তাদের নিষেধাজ্ঞা দেবে- প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ রংপুর থেকে অপহৃত কিশোরী শ্রীপুরে উদ্ধার, গ্রেপ্তার তরুণ ঠাকুরগাঁওয়ে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম গালিভ

নবাবগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩  

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সাপের কামড়ে সিয়াম বাবু নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে পুটিমারা ইউনিয়নের আন্দোলগ্রাম নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু সিয়াম বাবু একই গ্রামের হুমায়ুন কবীরের ছেলে। নবাবগঞ্জ থানার এসএই আব্দুল লতিফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আনিছুর রহমান জানান, শিশু সিয়াম তার মায়ের সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিল। ভোরে বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। পরে তার পরিবারের লোকজন সিয়ামকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে যাওয়ার প্রস্তুতিকালে ঐ শিশুর মৃত্যু হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –