• রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২১ ১৪৩১

  • || ০১ রবিউস সানি ১৪৪৬

নাতির কাঁধে ভর দিয়ে ভোটকেন্দ্রে বৃদ্ধা রাজিয়া

প্রকাশিত: ২৯ মে ২০২৪  

উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের তিনটি উপজেলায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। খানসামা উপজেলায় সকাল ১০টা পর্যন্ত কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কায় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে পাল্টে যায় চিত্র। বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বেশ দেখা যায়।

খানসামা উপজেলার নিউ পাকেরহাট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল ১০টায় দেখা মেলে ৯০ বছর বয়সী রাজিয়া বেগম নামে এক ভোটারের। এসেছেন ভোট কেন্দ্রে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে। একা চলা-ফেরা করতে পারেন না। তাই নাতির কাঁধে ভর করে এসেছেন।

বৃদ্ধা রাজিয়া বেগম সাংবাদিকদের বলেন, ভোট দেওয়া জনগণের দায়িত্ব। তাই কষ্ট হলেও নাতির সঙ্গে এসেছি। পছন্দের প্রার্থীকে ভোট দিলাম। ভোট দিতে আনন্দ আছে।
একই কেন্দ্রে ভোট দিতে আসা ৮০ বছর বয়সী সন্ধ্যা রানী ও কনিকা রায় বলেন, ভোটের আমেজে এই বয়সে ভোট দিতে আসি।

নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা ফয়সাল আখতার বলেন, সকল বয়সের ভোটাররা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে, এ জন্য আমরা কাজ করছি। সকাল থেকে শান্তিপূর্ণভাবে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলে। এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

অপরদিকে, খামারপাড়া ইউপির শাহাপাড়ার বাসিন্দা আলেয়া খাতুন বলেন, ভোটের মাইকিং শুনে নাতনির বায়না ভোটকেন্দ্র দেখতে যাবে। তাই নাতনিকে নিয়ে ভোটকেন্দ্র এসেছি। সেই সঙ্গে নিজের ভোটও দিলাম।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –