– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –
  • বুধবার ০৪ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৯ ১৪৩০

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান প্রধানমন্ত্রীর ভর্তুকিতে কৃষিযন্ত্র দেওয়ার কথা শুনে বিদেশিরা অবাক হয়: কৃষিমন্ত্রী বিয়ের পরদিনই সড়কে ঝরল পুলিশ কর্মকতার প্রাণ কবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় আটক ৩ ‘অল্প টাকায় বাড়ীর পাশে চোখের চিকিৎসা করে ভালই লাগছে’

পার্বতীপুরে একসঙ্গে চারটি বাছুর জন্ম দিয়েছে একটি গাভি

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩  

দিনাজপুরের পার্বতীপুরে একসঙ্গে চারটি বাছুর দিয়েছে একটি গাভি। রোববার (১৯ মার্চ) দুপুরে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ডাড়ারপাড় গ্রামের এ ঘটনা ঘটে।

গাভির মালিক রমজান আলী জানান, ব্যবসার পাশাপাশি বাড়িতে ফ্রিজিয়ান জাতের গাভি পালন করি। দুপুরে গাভিটি চারটি বাছুর জন্ম দেয়। একে একে চারটি বাছুর স্বাভাবিক প্রসব হওয়ায় আমরা অবাক হয়েছি।

তিনি জানান, গাভিটি কৃত্রিম প্রজনন করাই। স্বামী-স্ত্রী মিলে আমরা বাড়িতে ফ্রিজিয়ান জাতের পাঁচটি গাভি পালন করি। পেটে বাচ্চা আসার পর থেকে সেবাযত্ন আরও বেড়ে যায়। আমাদের কষ্ট স্বার্থক হয়েছে। বাছুর চারটি ও গাভি সুস্থ আছে।

স্থানীয় পশু চিকিৎসক মো. নুর আলম বলেন, গাভিটিকে কৃত্রিম প্রজনন করানো হয়েছিল। বাছুরগুলো ও গাভি পুরোপুরি সুস্থ রয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –