• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক গেলেন রাষ্ট্রপতি রংপুরে আগুনে পুড়লো সুইপার কলোনির ১৫ বসতঘর পঞ্চগড়ে কাঠের সেতুতে বদলে যাচ্ছে হাজারো মানুষের জীবনযাত্রা আশ্রয়ণ প্রকল্প: ঘর পেয়েছেন ৫ লাখ ৫৫ হাজার গৃহহীন মানুষ লালমনিরহাটে জিন তাড়ানোর কথা বলে টাকা আত্মসাৎ, দুই যুবক আটক

পার্বতীপুরে চালকের গলা কেটে ভ্যান ছিনতাই

প্রকাশিত: ২৩ মে ২০২৩  

 
দিনাজপুরের পার্বতীপুরে হোসেন আলী নামে এক ভ্যান চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০ টার দিকে পার্বতীপুর-চিরিরবন্দর সড়কের মনমথপুর রেল স্টেশন রোড থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

জানা যায়, হোসেন আলী সন্ধ্যায় তার চার্জার ভ্যানে করে বাড়ি থেকে নাতির খাবার নিয়ে মাদরাসার উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেননি। দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যার পর ভ্যান ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। রাত ১০ টার দিকে রাস্তার পাশে হোসেন আলীকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় পথচারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হোসেন আলী মনমথপুর ইউপির কোনাপাড়া গ্রামের মৃত ঝুলু প্রামাণিকের ছেলে।

পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করে বলেন,  আসামি ধরতে কাজ করছে পুলিশ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –