• শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৩ ১৪৩১

  • || ০২ রবিউল আউয়াল ১৪৪৬

পার্বতীপুরে জুয়া খেলা নিয়ে সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৩  

দিনাজপুরের পার্বতীপুরে জুয়া খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের রেল হাসপাতাল সংলগ্ন সুইপার কলোনীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কালীপূজা উপলক্ষে সুইপার পট্টিতে টাকা দিয়ে জুয়া খেলার (তাসের কাটাকাটি) আয়োজন করেন স্থানীয়রা। খেলা চলার একপর্যায়ে খবর পেয়ে রেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে জুয়ার সামগ্রী ও টাকা রেখে পালিয়ে যান তারা। 

পরে জুয়া না খেলার শর্তে উদ্ধার হওয়া মালামাল ফেরত দেয় পুলিশ। পুলিশ ঘটনাস্থল ত্যাগের পরপরই আয়োজক পক্ষের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাধে। এ সময় নয়ন (৩২), হিরা লাল (৫০), মানিক (২০), লালা (২০), শিল্পী রানী (২৭), সুমন (২১), রাধীকাসহ (১৪) উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

এদের মধ্যে গুরুতর আহত কনিল বাশফোড়ের ছেলে নয়নকে (৩২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পার্বতীপুর রেল থানার এসআই সাজিদ হাসান বলেন, জুয়া খেলা চলছে; এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তা বন্ধ করে দেওয়া হয়। পরে জুয়ার টাকা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলে আবারও সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –