• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩  

দিনাজপুরের পার্বতীপুরে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ আগস্ট) বেলা ১১ টার দিকে দিনাজপুর-পার্বতীপুর পুরাতন বাজার তিলাই নদী রেল ব্রিজে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীবন্দর মহিলা কলেজ পাড়ার আব্দুল মজিদের স্ত্রী মর্জিনা বেগম (৬০) ও তাদের নাতনি সাথী (৭)।

পারিবারিক সূত্রে জানা গেছে, নাতনি সাথীকে সঙ্গে নিয়ে মর্জিনা বেগম পার্বতীপুর শহরের পুরাতন বাজার এলাকায় তার মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। সেখানে মর্জিনার সাথীকে ট্রেন দেখাতে রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় চারজন তিলাই নদীর রেল ব্রিজ পার হচ্ছিলেন। ওই সময় ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন ব্রিজের দিকে এগিয়ে আসে। তখন দুইজন নদীতে লাফ দিয়ে প্রাণে বেঁচে যায়। তবে মর্জিনা ও সাথী ট্রেনের ধাক্কায় প্রাণ হারান।

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নুরুল ইসলাম ট্রেনে কেটে দাদি-নাতনীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –