• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩  

 
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে পিলিফ বাড়ই নামে এক বাক প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

রোববার সকাল সাড়ে ৮টার দিকে পার্বতীপুর-দিনাজপুর রেলপথের ল্যাম্ব হাসপাতালের পেছনে এ ঘটনা ঘটে। নিহত পিলিফ বাড়ই উপজেলার মনমথপুর ইউনিয়নের রাজাবাসর গ্রামের মৃত নিরঞ্জন বাড়ইয়ের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পার্বতীপুর-দিনাজপুর রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন পিলিফ। এ সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী কাঞ্চন মেইল ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান পিলিফ। 

বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেল থানার সাব ইন্সপেক্টর সাজিদ হাসান।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –