• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক গেলেন রাষ্ট্রপতি রংপুরে আগুনে পুড়লো সুইপার কলোনির ১৫ বসতঘর পঞ্চগড়ে কাঠের সেতুতে বদলে যাচ্ছে হাজারো মানুষের জীবনযাত্রা আশ্রয়ণ প্রকল্প: ঘর পেয়েছেন ৫ লাখ ৫৫ হাজার গৃহহীন মানুষ লালমনিরহাটে জিন তাড়ানোর কথা বলে টাকা আত্মসাৎ, দুই যুবক আটক

পার্বতীপুরে ভ্যান-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

প্রকাশিত: ৩ মে ২০২৩  

 
দিনাজপুরের পার্বতীপুরে যাত্রীবাহী ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের চান্দাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পৌর শহরের ধুপি পাড়া এলাকার মৃত সুলতানের ছেলে আবুল কালাম ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে আশরাফুল ইসলাম।

স্থানীয়রা জানান, পার্বতীপুর থেকে ভ্যানে ভবানীপুরের দিকে যাচ্ছিলেন দুই যাত্রী। এ সময় ফুলবাড়ী থেকে আসা একটি ট্রাক চান্দাপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ভ্যানে থাকা দুই যাত্রী।

পার্বতীপুর থানার ওসি আবুল হাসনাত খান বলেন, মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –