• রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২১ ১৪৩১

  • || ০১ রবিউস সানি ১৪৪৬

পার্বতীপুরে রেললাইনের পাতসহ চারজনকে আটক করেছে পুলিশ

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৩  

দিনাজপুরের পার্বতীপুরে পরিত্যক্ত রেললাইনের পাতসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ১২টার দিকে পার্বতীপুর রেল স্টেশন সংলগ্ন বাফার গোডাউন থেকে এসব রেললাইনের পাত উদ্ধার করা হয়। 

আটককৃতরা হলেন- পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কালিকাবারী ডাঙ্গাপড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে ফেরদৌস, রামপুর ইউনিয়নের দরিখামাড় এলাকার মোকছেদ আলীর ছেলে রাব্বি, একই এলাকার লুৎফর রহমানের ছেলে তররিকুল ইসলাম এবং পার্শ্ববর্তী সৈয়দপুর উপজেলার পুরাতন বাবুপাড়া এলাকার মোনতাজ আলীর ছেলে ইমতিয়াজ।

জানা গেছে, পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে বাফার গোডাউনে সার সরবাহের জন্য মিটারগেজের একটি রেললাইন স্থাপন করা হয়। পরে সড়ক পথে সার আনা নেয়া শুরু হয়। এরপর থেকে অব্যবহৃত রেললাইনটি পরিত্যক্ত অবস্থায় ছিল। ওই রেললাইনের বিভিন্ন অংশ কেটে নিয়ে যাওয়া হচ্ছে, এমন খবরে ঘটনাস্থলে অভিযান চালায় পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী। এ সময় সেখান থেকে চুরির উদ্দেশ্যে কেটে রাখা বিভিন্ন সাইজেরর ১৭ পিস কাটা রেললাইন উদ্ধার করা হয়। সেই সঙ্গে এসব লাইন কাটার কাজে ব্যবহৃত একটি গ্যাস ও দুটি অক্সিজেন সিলিন্ডার জব্দ করা হয়। এ সময়  ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে পুলিশ। 

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি নুরুল ইসলাম জানান, রেললাইনের পাতসহ চারজন আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –