• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে হিলিতে ভোক্তা-অধিকারের অভিযান 

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩  

পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হাকিমপুরে অভিযান চালিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। আজ সোমবার উপজেলার হিলি বাজার ও বন্দরের বিভিন্ন পেঁয়াজের আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুজন আড়তদারকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম। 

মমতাজ বেগম বলেন, ‘বর্তমানে বাজারে পেঁয়াজের মূল্য নিয়ে অস্থিরতা বিরাজ করছে। বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে হিলি বাজারসহ বন্দরের বিভিন্ন পেঁয়াজের আড়তে অভিযান পরিচালনা করেছি। ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর ৪০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, সেটি গতকাল কার্যকর হয়নি। তবে আজ থেকে তা কার্যকর হতে পারে।’ 

সহকারী পরিচালক মমতাজ বেগম আরও বলেন, ‘পেঁয়াজ আড়তদারদের সতর্ক করে দিয়েছি। আগের আমদানি করা পেঁয়াজ বেশি দামে বিক্রি করা যাবে না। আড়তে পেঁয়াজের আমদানিসহ ক্রয়-বিক্রয়ের সব কাগজপত্র আপডেট রাখতে হবে। এ বিষয়ে আমদানিকারকদের সতর্ক করা হয়েছে। 

‘এ ছাড়া বাজারে এক ব্যবসায়ীকে আট হাজার টাকা এবং পেঁয়াজের আড়তে অস্বাস্থ্যকর পরিবেশ গুড় মজুত রাখার দায়ে আরেক আমদানিকারককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –