• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

ফুটবল খেলার সময় আঘাত পেয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

প্রকাশিত: ১০ জুন ২০২৪  

দিনাজপুরের নবাবগঞ্জে বিদ্যালয়ে ফুটবল প্রতিযোগিতা চলাকালে হেড দিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে সামিউল ইসলাম নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।সোমবার দুপুর ১২টার দিকে নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া ইউনিয়নের শালখুরিয়া দ্বীমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

সামিউল ইসলাম (১১) নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া ইউনিয়নের শালখুরিয়া এলাকার জয়নাল হোসেনের ছেলে। সে নবাবগঞ্জের বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিলা খাতুন এক ছাত্র মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

বিদ্যালয় সূত্র জানা যায়, নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চলছে। এ প্রতিযোগিতার ইউনিয়ন পর্যায়ে বেড়ামালিয়া ও ছোট তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হচ্ছিল। খেলা চলাকালে ফুটবলে হেড দেওয়ার সময় গুরুতর আঘাত পায় সামিউল। পরে দ্রুত তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার পরিদর্শক মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুটবল খেলার সময় সামিউল ইসলাম নামের এক কিশোর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –