• রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২১ ১৪৩১

  • || ০১ রবিউস সানি ১৪৪৬

ফুলবাড়ীতে‌ কাপড়ের রং দিয়ে মিষ্টি তৈরি, জরিমানা

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩  

 
দিনাজপু‌রের ফুলবাড়ীতে‌ কাপড়ের রং দিয়ে মিষ্টি তৈরির করার দায়ে ইসমাইল মিষ্টান্ন ভান্ডার‌কে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ রং মেশা‌নো ভেজাল খাদ্য ধ্বংস করা হ‌য়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের কা‌লিবাড়ী বাজার সংলগ্ন বি‌ভিন্ন মিষ্টান্ন ভান্ডার, কাঁচা বাজার, মাছ ও মাংসের দোকা‌নে এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপু‌রের সহকারী প‌রিচালক মমতাজ বেগম।

এ সময় শ‌ফিকুল হো‌টেলকে ৫ হাজার ও ইসমাইল মিষ্টান্ন ভান্ডার‌কে ৩ হাজার টাকা জ‌রিমানা করা হয়। সেইসঙ্গে মিষ্টান্ন ভান্ডা‌রের তৈরি করা মিষ্টি কাপ‌ড়ের রং মেশা‌নোর অভিযোগে ধ্বংস করা হয়ে‌ছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা মমতাজ বেগম জানান, ‌নিয়‌মিত বাজার তদারকির অংশ হি‌সে‌বে এ অভিযান চালানো হ‌য়েছে। এ ধর‌নের অভিযান অব্যাহত থাক‌বে।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন ফুলবাড়ী উপজেলা ক্যাব সভাপ‌তি মাসউদ রানা, থানার ওসি (তদন্ত) শ‌ফিকুল ইসলাম, এসআই আরিফুল ইসলামসহ একাধিক পু‌লিশ সদস্য।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –