• রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২১ ১৪৩১

  • || ০১ রবিউস সানি ১৪৪৬

বঞ্চিত কর্মকর্তাদের আবেদনের সময় বাড়লো তিনদিন

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৪  

আওয়ামী লীগ সরকারের সময় বঞ্চিত কর্মকর্তাদের প্রতিকার পেতে আবেদনের সময় আরও তিনদিন বেড়েছে। বঞ্চিত কর্মকর্তারা আগামী ৩ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত আবেদন করার জন্য সময় বেঁধে দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সময় তিনদিন বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশোধিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে চাকরিতে বঞ্চনার শিকার এবং উল্লিখিত সময়ে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবদেন পর্যালোচনা করে যথাবিহীত সুপারিশ প্রণয়নের জন্য সরকার কর্তৃক গঠিত কমিটির সিদ্ধান্ত মোতাবেক সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বঞ্চিত কর্মকর্তাদের আবেদন দাখিলের সময়সীমা আগামী ৩ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

এর আগেও গত ২৪ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি, প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিবকে দৃষ্টি আকর্ষণ করে এই মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে আবেদন দিতে বলা হয়েছে।

আওয়ামী লীগ আমলে বঞ্চিত কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে সাবেক অর্থসচিব ও বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে গত ১৬ সেপ্টেম্বর পাঁচ সদস্যের কমিটি গঠন করে সরকার।

জনপ্রশাসন সচিবের কাছে আবেদন দেওয়ার একটি ছক নির্ধারণ করে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই ছক অনুযায়ী, বঞ্চিত কর্মকর্তাদের নাম, আইডি, চাকরিতে যোগ দেওয়ার তারিখ, অবসরকালীন পদবির সঙ্গে উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতির তারিখ এবং এসব পদে কনিষ্ট কর্মকর্তা যে তারিখে পদোন্নতি পেয়েছেন তার নাম ও আইডি নম্বর দিতে বলা হয়েছে।

আবেদনকারী কত তারিখে যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতির যোগ্যতা অর্জন করছেন, সেই তারিখের সঙ্গে অবসরোত্তর ছুটিতে যাওয়ার তারিখ এবং বঞ্চনার কারণ জানাতে বলা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –