• রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২১ ১৪৩১

  • || ০১ রবিউস সানি ১৪৪৬

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৪  

দিনাজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে তিনজন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের গাবুড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি গ্রুপ ও সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হীরা গ্রুপের নেতাকর্মীদের মধ্যে দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের তিনজন নেতাকর্মী আহত হন। পরে তাদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –