• রোববার ০৬ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২১ ১৪৩১

  • || ০১ রবিউস সানি ১৪৪৬

বিএনপি আন্দোলনের নামে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে: ওবায়দুল কাদের

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৩  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আসলে গণতন্ত্র ও নির্বাচন চায় না। জনসম্পৃক্ততার অভাবে তাদের আন্দোলন ব্যর্থ হচ্ছে। এ কারণে তারা আন্দোলনের নামে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।

শুক্রবার রাজধানীর গুলিস্তানে শহিদ নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন চোরাগোপ্তা হামলা চালিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটাতে চায়, নির্বাচন বানচাল করতে চায়। এটাই হচ্ছে বিএনপির আন্দোলনের নামে নাশকতার প্রধান লক্ষ্য।

তিনি আরো বলেন, আমাদের দেশের গণতন্ত্র একটি কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িক ও গণতন্ত্রবিরোধী শক্তি, অতীতে গণতন্ত্রকে বারবার আঘাত করেছে। আর এখন তারাই গণতন্ত্রের নামে আন্দোলন করছে। নির্বাচন সামনে রেখে ২০১৩-১৪ ও ১৫ সালের মতো গণপরিবহন পোড়ানোর অগ্নিসন্ত্রাস করছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –