• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

বিদ্যালয়ে যেতে বলায় হারিয়ে গেল মরিয়ম

প্রকাশিত: ১২ মে ২০২৪  

দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যালয়ে যেতে বাধ্য করা নিয়ে বাগবিতণ্ডার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মরিয়ম আক্তার (১০) নামে এক শিশু।

শনিবার দুপুরে উপজেলার চন্ডিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। সে চন্ডিপুর গ্রামের মোঃ মহিবুল ইসলামের মেয়ে।

জানা গেছে, সকালে বিদ্যালয় যাওয়াকে কেন্দ্র করে পিতামাতার সাথে বাগবিতণ্ডা হয় মরিয়মের। এ সময় ঐ শিশুর বাবা বকাবকি করলে নিজ ঘরে যায় মরিয়ম। পরে পরিবারের লোকজন বাড়িতে কাজ শেষে ঘণ্টাখানেক পর তাকে ডাকাডাকি করে। সাড়া না পেয়ে ঘরে গিয়ে গলায় রশি দেওয়া ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় সবাই। পরে স্থানীয়দের সহযোগীতায় ঝুলন্ত লাশ নামানো হয়। 

খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে দুপুর ২টার পর ময়না তদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করে  থানায় নিয়ে আসে।

বিষয়টি নিয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –