• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

বিরলে অগ্নিকাণ্ডে বৃদ্ধ আহত, তিনটি গবাদিপশুর মৃত্যু  

প্রকাশিত: ১৬ মে ২০২৪  

দিনাজপুরের বিরলে বাড়িতে আগুন লেগে এক বৃদ্ধ আহত এবং তিনটি গবাদি পশু মারা গেছে। বুধবার দিবাগত রাতে বিরল উপজেলার শহরগ্রাম ইউপির গগনপুর গ্রামে কয়েলের আগুন থেকে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গগনপুর গ্রামে বুধবার দিবাগত রাত ৯টার দিকে বৃদ্ধ আজগার আলী (৭০) অসাবধানতাবশত মশা তাড়ানোর কয়েল জ্বালিয়ে শুইয়ে পড়েন। কিছুক্ষণ পরে ওই কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটলে মুহূর্তে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা এগিয়ে এলে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

সংশ্লিষ্টরা জানান, আগুনে গুরুতর আহত বৃদ্ধ আজগার আলীসহ গৃহপালিত ১টি ছাগাল ও ২টি গরু উদ্ধার করা হয়। উদ্ধারের কিছুক্ষণ পরেই ছাগলটি ও ২টি গরু মারা যায়। আহত বৃদ্ধ আজগার আলীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। 

এদিকে খবর পেয়ে রাতেই ক্ষতিগ্রস্তের বাড়ি গিয়ে আর্থিক সহযোগিতা করেন বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী রমাকান্ত রায়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –