• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক গেলেন রাষ্ট্রপতি রংপুরে আগুনে পুড়লো সুইপার কলোনির ১৫ বসতঘর পঞ্চগড়ে কাঠের সেতুতে বদলে যাচ্ছে হাজারো মানুষের জীবনযাত্রা আশ্রয়ণ প্রকল্প: ঘর পেয়েছেন ৫ লাখ ৫৫ হাজার গৃহহীন মানুষ লালমনিরহাটে জিন তাড়ানোর কথা বলে টাকা আত্মসাৎ, দুই যুবক আটক

বিরলে ক্ষুদ্র ব্যবসায়ী খুনের ঘটনায় থানায় মামলা

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩  

বিরলে ক্ষুদ্র ব্যবসায়ী খুনের ঘটনায় থানায় মামলা                             
দিনাজপুরের বিরলে ক্ষুদ্র ব্যবসায়ী রফিকুল ইসলাম বাবু খুনের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। শুক্রবার নিহতের ছেলে আরিফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলাটি দায়ের করেন। তবে খুনের ঘটনার দুইদিন পার হলেও পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটন কিংবা জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা জানান, ক্ষুদ্র ব্যবসায়ী রফিকুল ইসলাম বাবু নৃশংসভাবে খুনের ঘটনায় তার বড় ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সংশ্লিষ্ট ধারায় মামলা করেছে। খুনের রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।

রফিকুল ইসলাম বাবু গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে কাঁঠালতলী বাজার থেকে সাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় তিনি নৃশংসভাবে খুনের শিকার হন। খুনিরা খুন করে রাস্তার পাশে একটি আলু ক্ষেতে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়।

নিহত রফিকুল ইসলাম বাবু বিরলের আজিমপুর ইউপির উত্তর বড় গোবিন্দপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তিনি স্থানীয় হাট-বাজারে আলুর ক্ষুদ্র ব্যবসা করতেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –